শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

দখলে-দূষণে সরু খালে পরিনত দৌলতপুরের হিসনা নদী 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দখলে-দূষণে সরু খালে পরিনত দৌলতপুরের হিসনা নদী 

দখলে-দূষণে সরু খাল কুষ্টিয়ার প্রবাহমান পদ্মা নদীর শাখা দৌলতপুরের হিসনা নদী। নদীরপাড়ে শিল্পকারখানা গড়ে ওঠা ও বসত বাড়িগুলো দখল করে রেখেছে এই হিসনা নদীকে। 

সেই সঙ্গে কলকারখানা ও বসতবাড়ির বৈর্জ্য নদীতে ফেলে ভাগাড়ে পরিনত করেছে। দূষিত কালোপানি ও ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ট সাধারণ মানুষ। তবে কর্তৃপক্ষ দখল উচ্ছেদ করে খননের আশ্বাস দেন।  

এক সময়ের প্রবাহমান নদী এখন থমকে গেছে দখলদারের কারণে। নদীর নাব্যতা ফিরে পেতে দখল ও দুষণমুক্ত করে খননের দাবি এলাকাবাসীর।

এই হিসনা নদী এক সময় ছিলো স্রোতশৈলী। কালক্রমে এই হিসনা এখন জবর দখলে। দখলমুক্ত, দূষণমুক্ত ও খনন করলে হিসনার পুনঃজিবন ফিরে পাবে। কলকারখানা, নদী তীরের বসত বাড়ির ও বাজারের যতো ময়লা আবর্জনায় ভরে গেছে, দুর্গন্ধ ছড়িয়েছে বাতাসে, চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। 

নদী দখলে সরু খালে পরিনত হয়ে গেছে, ম্যাপ দেখে মেপে দখলমুক্ত করে দূষিত পানি ও ময়লা আবর্জনা ফেলা বন্ধ করে পুনরায় খনন করে পুনরায় নদীর নাব্যতা ফিরে আনার দাবি এলাকাবাসীর।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান জানান, হিসনা নদী খনন কাজের প্রকল্প হাতে নেয়া হয়েছে, প্রকল্প অনুমোদন হলেই কাজ শুরু করা হবে। দখল উচ্ছেদ করে মোট ৪২ কি.মি খনন করা হবে তাতে হিসনা নদী পুনঃজিবন ফিরে পাবে। দখল ও দূষণমুক্ত করে খনন হলে আবার পুর্বের ন্যায় হিসনা নদী তার যৌবন ফিরে পাক সেটাই চাই এলাকাবাসী।
 
টিএইচ